পতাকা ___/

একদিন দলবেঁধে নামবো মৃত্যুর মিছিলে,
আসলে আরেক জুলাই নতুন ক্যালেন্ডারে।
এ মাটি যত রক্ত গিলেছে তত পানি গড়ায়নিও পদ্মায়
তারপরও তোমাদের পতাকার সবুজ এখনো তীব্র!

আমি আমার পতাকার লাল বৃত্ত আরো বড়ো বানাবো
সবুজ থাকবে কিঞ্চিৎ, পিঠ ঠেকে যাওয়া দেয়ালের কোণে।
আবার সজোড়ে ঠেলবো আকাশ ঢাকা কালো হাতি টাকে
যে কি-না বছর বছর সবুজ চিবিয়ে খাবে তোমাদের।

তোমরা তো আবাল বনিতা তালে তালে নাচো-
দিন দুই পরেই ভুলে যাও রক্তের গন্ধে কত মাছির ভন ভন!
বেনারসির লালে সজ্জিত বধুর সব চুল পেকে সাদা
তবুও দুগ্ধ উথলিতে উবুদ হয়ে তোমরা নাবালক সাজো।

মতিভ্রম হয়েছে হ্যাঁ? না-কি মুরোদ নাই তিতুমীরের মতন?
চেতনার দাসত্ব করে এসে জাতীয়তায় মজেছ বেজাতের দল!
জোচ্চোরে চুরি করে তোমার দরজা খুলার দোষে
আগে নিজেরে বদলাও পরে নাহয় দেশ দশের দশা।

কলমেঃ কাবলিওয়ালা