এখন আমি শূন্যই থাকি;
ঠিক যেমন বিরান-প্রান্তে শান্ত পুকুরের জল।
একটু ভুলো বাতাস শিরশিরিয়ে বইলে
বুকে দোল দিয়ে ওঠে- নাচনে ঢেউয়ের দল।
তুমিও পথ ভুলেই এসেছ আচমকা,
পাড়ে বসে স্বচ্ছ জলে ঠিক করেছ আঁচল।
নরম গোড়ালি দিয়ে জলে কাঁপন তুলেছ
আমি সেই কাঁপনে আজও হই বিহ্বল।
তুমি আমার না হলেও শূন্য থাকবো,
আজকের পুকুর বিচ্ছেদে হবে অশান্ত সমুদ্র।
প্রলয়ের প্রকম্পনে হাজারটা গর্জন নিয়ে
তোমাকে ছুঁতে ভেজাবো বালি শ্বেতশুভ্র।
জানি, ছোঁয়া হবে না তখন,
আমি আগালেই তুমি পিছিয়ে যাবে তৎক্ষনাৎ।
যত ঝড়-ঝঞ্ঝা, জোয়ার-ভাটা আমার বুকে
পদছাপে চুমু খেলেও কষ্ট বাড়বে অকস্মাৎ।
আমার যে অধিকার নেই আর;
আমি নির্বোধের মতন তবুও ভালোবেসেছি।
আলতা রাঙা পায়ে থাকবে মুক্তোর নুপুর
কেউ পরিয়ে দিতেই আমি পরপুরুষ হয়েছি।
কলমেঃ রনি পারভেজ (কাবলিওয়ালা)
সময়কালঃ ০৯-০৮-২০২৪ (দুপুরে)