পরাজয় ____/
তোমারে বুঝি না প্রিয়;
কেনো উত্তাল সমুদ্রের মত এসে প্রলয় ডাকো।
বুকের বালু তীরে তীব্র আর্তনাদ, হই আহত আমি
আতঙ্কে ছুটি দিগ্বিদিক এই বুঝি ডুবালে স্বপ্নের সাঁকো!
বলি, মায়া হয় না আমার উপর;
করুণার কাজল চোখে দ্যাখো না ভেতরের খাক?
নাকি মনোযোগ যত তোমার ফিরে বন্দরে বন্দরে
অসহায়ত্বের সবটা জেনেও কিভাবে থাকছো নির্বাক?
তোমারে বুঝি না প্রিয়;
সময় গড়ালে আয়ু ফুরায় তাতো জীবনের পাঠ।
রোজের নিয়মে বসে তাই সূর্যের উদয়-অস্ত দেখি
তুমি ওদিকে সময়ই পাও না পেরুতে চৌকাঠ!
এ অপেক্ষার অবসান ঘটুক
আমি আমার জ্যোতির্ময়ীরে পাশে চাই বাকি পথে।
আর যদি বলো অনধিকার চর্চায় মজে গেছি
ভাসিয়ে যাও রাজত্ব আমার জলোচ্ছ্বাসের স্রোতে।
থাকলো না দায়, অভিযোগ কোনো
সমুদ্রের কোলে বসে বসেই তৃষ্ণায় মরবো নাহয়।
নোনাজল নোনা হোক তব অশ্রুপাতেই
অত ভেবে কি হবে যে মেনেছে পরাজয়।
___কাবলিওয়ালা (২৫-০১-২০২৫)