পাথুরে মানুষ___/

দুনিয়াদারীতে মনোযোগ নেই আর;
মনোযোগ নেই শখের তোলার ওজনেও।
আজকাল শামুকের মতন থাকি, খোলস বন্দী জীবন
ধীরস্থির স্বভাব দেখে পিষতে দৌঁড়ায় যে কেউ!

সংবেদনশীল হলে পরে আওয়াজ করতাম
আমারও যে কষ্ট হয়- বুকের গহীন ভিতর।
আমি নিস্তব্ধ নির্বাক, পাটখড়ির মর্মরটুকুও নেই
প্রতিহিংসার বশবর্তী হয়ে- হতে পারিনি বর্বর।

কেনোই বা হব অমন জঘন্যতম?
দুনিয়ার নিয়মে স্বার্থ উদ্ধারের পরে বাকি কী থাকে?
সবাই যার যার স্বার্থ দেখে, আমি দেখি কঙ্কাল
দেখি প্রাপ্তির সুখে কতজনে কত স্বপ্ন আঁকে।

যেন কোনো তৃপ্ত আত্মা খুঁজে না অভিষ্টের অতীত
দুদিনের পরিচয়ে সম্ভ্রম লুকায় অন্য বাহুডোরে।
হ্যাঁ, সে যে তার আপন মানুষ, মাটির মানুষ মম
আমি ছিলাম কষ্টিপাথর ঝরা নোনাজলের গভীরে!

জীবনের প্রতিও আর মনোযোগ নেই
এপাড়ে তো ভুলেই আছো, ওপাড়েও যেও নাহয়।
মরণোত্তর আমাকে আবার চেওনা তিলোত্তমা
সময়ের ঘর্ষণে হয়ে যাবে এই পাথরের ক্ষয়।

কলমেঃ কাবলিওয়ালা (১২-০৩-২০২৫ সকালে)
www.bangla-kobita.com/Kabuliwalah