পরমাত্মায় আত্মার মালিক মাটির দেহটার;
অন্তরাত্মার মালিকা তুমি চিরায়ত মহব্বতে।
এক জীবনীর পাওনা যত আমার কাছে পাও
একটু করো মার্জনা প্রিয় তাহাজ্জুতের রাতে।
আমার দোয়া নিষ্ফলা নীরস, পৌঁছে না আরশ
তুমি যদি ফের অভিযোগ করো তবে সর্বনাশ!
জীবন যুদ্ধের ঢাল করেছি ব্যবচ্ছেদের দেয়াল
শুনাইনি তাই বুক পাঁজরের নিঃসঙ্গ দীর্ঘশ্বাস।
জ্যোতির্ময়ী, কভু ভিজিও না চোখ অশ্রুপাতে
আনমনেই নিজের যত্ন নিও এই মিনতি করি।
আমি বাঁচি-মরি কি যুদ্ধ লড়ি, পুরুষের জীবন
দেখতে চেও না রক্তক্ষরণ,
অন্তরাত্মার অধিকারী!
কলমেঃ কাবলিওয়ালা
সময়কালঃ ০২-০৩-২৫ (মাঝ রাতে)