স্মৃতিবিজড়িত দিনগুলোর কথা মনে করি
সঙ্গে আবেগাপ্লুত আমেজে এক কাপ চা।
ধোঁয়া ওঠা মুহূর্তগুলো মিলিয়ে যেতে দেখি
যেভাবে দেখেছি অতীত হারাতে অগত্যা।
চায়ের কাপের উঞ্চতায় আয়োজন আজ
প্রগাঢ় করে তেষ্টা ঠোঁট ছুঁতে তিলোত্তমার,
বেলেহাজ মনের যে অত দায়িত্ববোধ নেই-
জানে- স্বপ্নে সে অবাস্তব অস্তিত্ব নেই তার।
তবু এই ব্যস্ত শহরে প্রেমের পসরায় খুঁজি
খুঁজি একটু প্রশান্ত হতে বেলী ফুলের ঘ্রাণ।
কত অনুরাগের দিনক্ষণ অপেক্ষা করে যায়
কবে খুলবো খোঁপা ঐ, বুকে ফেরাতে প্রাণ।
আমি 'আমার আত্মা' বলে ডাকি মায়া করে
তারপরও না হৃৎস্পন্দন তার কানে পৌঁছায়।
অধিকার চাইতে বুঝি ভীষণ আপত্তি আছে-
একজীবনের প্রাপ্তি ছেয়ে গেছে আমাবস্যায়।


কলমেঃ রনি পারভেজ কাবলিওয়ালা
সময়কালঃ ২৩-০৯-২০২৪ (রাত ৮ টায়)