তুমি আমাকে অল্পই ভালোবেসো,
অত ভারিক্কি কিছুতে অভ্যস্ত নই কি-না।
একমুঠো নিখাঁদ সোহাগ পেলেই হবে আমার
কাবলিওয়ালার থলেতে থাকবে হয়ে কাঁচা সোনা।
বৈরী পরিবেশে নেহাৎ বেড়েছে বয়স
আঙুল গুনে ফুরিয়েছে হিসেবের পাতাও,
তুমি শুধু আমার অপছন্দের খেয়াল রেখো
পছন্দ সে-তো অযত্নের ফুল কচুরিপানাও।
ঘুমের বরিতে যে ঘুম নাই কোনো
একমুহূর্তের বালিশ করো কোলটা তোমার,
অল্পই ভালোবেসো ব্যস্ এইটুকু-
মোমের বাতি হইও আমার আঁধারি ঘরটার।


কলমেঃ রনি পারভেজ (JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০২-০২-২০২৪ (সন্ধ্যায়)