আমি হেঁটে এসছি বহুদূর-
চড়াই-উতরাই, খানাখন্দের রাজপথ;
দেখেছি বিপ্লব, দেখেছি বিপর্যয় কত-
দেখছি মুখ থুবড়ে পরেছে ক্ষমতার রথ।
দেখেছি প্রেমের নিলাম সহজ শর্তে-
লালসার নবজাতক ময়লার স্তূপের নিচে।
হায়েনা সদৃশ মানুষগুলো তৎপর হয়ে
খুবলে খেয়েছে সম্ভ্রম নারীর রাস্তার পিচে।
যত দাগ সবই তো ধুঁয়ে গেছে-
বসন্তের বাতাস এঁকেছে পরাগের আলপনা!
কত শত উদ্যমী গেলো মঙ্গলের যাত্রায়
নবদিগন্ত মেঘে ছেয়েছে সেটাই দেখলো না।
তবু বিকৃতির চরম শেখরের দৌরাত্ম নিয়ে
অবক্ষয়ই সংস্কৃতির ধারক বাহক অণু পরমাণু,
কত প্রদীপ শিখা নিভে গেলো কালগ্রাসে
কেউ বলে না আমিই আবরার- আমিই তনু।
[🖋️_কাবলিওয়ালা ]