সমবেত স্বপ্নের বলি চড়ানো হবে;
পরিত্যাজ্য হবে আপনেরা দেখতে দেখতে।
মানুষ সে-তো চিরঞ্জীব নয়, মরেই তো যায়
একজীবনে যে কতবার মরে- হিসেব রাখতে।
নিঃশর্ত ভালোবাসে যে বিদায় জানালো-
চোখমুখ জুড়ে বিস্মিত হাসির আলোকসজ্জায়।
পার্থিব জগতেই হারালে এমন দুষ্প্রাপ্য ফসিল
তাহাজ্জুদে কেঁদেও পায়না অনেকে বন্ধ দরজায়।
ঠিকাছে তবে তাই হোক যা চাইতে;
যথেচ্ছ অধিকার তোমার রোধ করা হবে।
আত্মার জোড়ায় ব্যবচ্ছেদ টেনে মুক্তিই দিবো
অন্য শরীরে গিয়ে আশ্রয় খুঁজো মিথ্যে অনুভবে।
পরাভূত হয়ে গেছে সময় আমার,
তাই অস্তমিত সূর্যের আভায় গোধূলি বর্ণিল।
চাতকিনীর চোখে কোনো অনুশোচনা রেখো না
প্রশ্ন করো না আর "কেনো আকাশ হয়েছে নীল?"
কাবলিওয়ালা
৩১-১০-২৪ দুপুরে