নৌকাডুবি

সরোবরে বইছে কলকলি সুর
ও পাঞ্জেরি বল আর কত দূর?
সচ্ছ প্রতিমে যে জোয়ার এলো
আকাশের নীল কোথায় গেল?
            এযে দেখি রক্তিম আভা উত্তরে-
            অগ্নি লোচনে বারুদে মেঘ উড়ে!
            কেন এত লাল- এ দ্রোহের লাল
            দুলছে নৌকা বুঝি সাগর উত্তাল?
‘রক্ত! সবই রক্ত! ঐযে দস্যুর দল ’
বিদ্ধ পাঁজরে পাঞ্জেরি তবুও অটল;
পথ দেখাতে দাঁড়ায় ঝাপসা চোখে
তাতেই দস্যু ছুঁড়ে গুলি সটান বুকে।
            পাঞ্জেরি নেই তাঁরে গিলেছে সাগর
            কাণ্ডারী পেল যেন নতুন একাত্তর!
            বজ্রকণ্ঠে মুষ্টি ভরে, ‘নৌকা ডুবাও!’
            ‘সবে নৌকা ডুবাও! নৌকা ডুবাও’
‘বীর চিত্তে ভাইয়ের রক্তে সাঁতরাও
নোঙর ছিঁড়ে এসো নৌকা ডুবাও!!
তাবেদারির জিঞ্জির স্বাধীন দেশে
অধিকারে রাজাকার আমিই শেষে!
            ‘আজি বৈঠা ভাঙ্গো মশাল জ্বালাও
            নৌকা ডুবাও! নৌকা ডুবাও!!
            যুদ্ধ চাইলে যুদ্ধই তবে
            বিজয় নিয়েই ফিরতে হবে।‘

কলমেঃ রনি পারভেজ (কাবলিওয়ালা)
বীর শহীদ আবু সাইদ এর স্বরণে লিখা।