নৈসর্গিক এক চিন্তা আপনি স্বরূপ আত্মার
এসে চোখের পাতায় বসলে কি করি আর?
তাকিয়ে থাকি নিষ্পলক-ই, দেহটা ঘুমে মগ্ন
চিবুকের তিলে বাঁধা পরা প্রাণে সে মধু লগ্ন।
যদি এমন হতো সত্যি সত্যিই বসেছেন পাশে
দীর্ঘ্য চুলের মাদকতা ঘ্রাণে সয়লাব বাতাসে।
আমি বুক ভরেই শ্বাস নিতাম চূড়ান্ত প্রাপ্তির
কানে ঢালতাম স্বীকারোক্তির স্পষ্ট বিরবির,
" আর যেতে দিচ্ছি না, দিচ্ছিও না পালাতে
বুক পাঁজরের ব্যথায় পারবো না কাতরাতে।"
আপনার শূন্যতায় প্রতিদিন ছন্নছাড়া লাগে
মন ভার করে জেগে উঠি সকালের আগে।
সূর্য হাসিতে তাচ্ছিল্য করে এই নিঃসঙ্গতার
আপনিই বলেন এ কেমন নিভৃত অত্যাচার?
আমার পবিত্রা আপনি জানি অত্যাচারী নন
তারপরও অনুপস্থিতিতে সবাই বিরূপ কেমন,
কখনো এসে আমাকে সামলে নেন দায়িত্বে
আমার আমাকে সঁপেছি আপনার আনুগত্যে।
বিরক্ত করলে কানের কাছেই গুঁজবেন ক্ষন
গোছা চুলের বিরক্ততে শেষে গুঁজেন যখন।
ব্যস এবার তো বাস্তব হন কল্পনা ছেড়ে দিয়ে
আমার পৃথিবীর আলো হন আঁধার তাড়িয়ে।
কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১৯-০৩-২০২৪ (সন্ধ্যায়)