তুমি প্রতিবারই বিপুল অনিহা রেখেছ -
আমিই হকারের মতো চিৎকার করেছি শুধু;
মুখ ফুটেও জানতে চাওনি একবার দরদাম
এক হাসি বিনিময়ে সব ছাড়, হিসাব প্রতিভূ।
তুমি জানতে এই অলঙ্কারের খরিদদার নেই
যেন দক্ষ কারিগর গড়েছে ''মহারাণীর তাজ"!
আয়নার সম্মুখে কল্পনাও এঁকেছ মনোযোগে
বিবেক দহনে পরক্ষণেই মুছে ফেলেছ সাজ।
তুমি রাজত্ব চাওনা- চাওনা আবার যুদ্ধ বাঁধুক
এদিকে আমি তোমার জন্য যুদ্ধ লড়েছি কত!
এক তোমাতে বিলীন হতে প্রলয়ে ভেঙ্গেছি ঘর
ভেঙ্গেছি শহর জনপদ টপকে একেকটা রাজ্য!
নিজেকে সমর্পণ করতে সীমান্তে দাঁড়িয়ে ঠাঁই
তুমি চাইলে শূলে চড়িয়ে করতে মৃত্যু কার্যকর।
না দিলে স্বীকৃতি আর না কারা মুক্তি প্রিয়তমা
ভালোবাস কি বাসনা মৌন হয়ে দিলে না উত্তর।
২৮-০৫-২০২৪ (মাঝরাতে)
[ কাবলিওয়ালা ]