যে নয়ন ছবি আঁকে জলরঙে
তার কাছে আকাশ ক্যানভাসের নাম;
আর যে নয়ন কবিতা লিখে কল্পনার
আকাশ তার ডাইরির পাতাই তামাম।

কত কথা, কত রঙ তারায় তারায়
কত আবেগ মিশে থাকে নীলের বুকে;
মেঘেরাও দলছুট বাচ্চার মতই
হাসতে হাসতে কেঁদে দেয় বিরাণ শোকে।

তবে যে নয়ন গল্পকার, গল্প করে-
আকাশ হয় কথা সঙ্গী তার নিত্যদিনের;
রৌদ্রছায়ায় গোধূলি ঊষায় সাক্ষী
আলো আঁধারের পাশাপাশি বৈঠকের।

ওই নিঃসীম শূন্যে দেয়াল নেই কোনো
কারো বারণ নেই অযাচিত অবমূল্যায়নে;
অকপটে বলা যায়, রাখা যায় দাবির গুপ্তধন
নকশা চাই? দেখো অশ্রুর দাগ নয়নে নয়নে।

তুমি সেই দাগে যদি কলঙ্ক মিলাও পূর্ণিমার চাঁদ
আকাশ তারে পেয়েই খুন হেসে রঙধনুর হাসি,
কার নয়ন জানি নীলাঞ্জনা কাজল কালির?
আমি খুব অস্পষ্টতায় তারে গভীর ভালোবাসি।

কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০১-১২-২০২৩ (রাতে)