মুদি দোকান___/

আমি আমার মন খারাপের দোকান খুলে বসলে,
হকারের মতোন চিল্লিয়ে তুমি সুখ বেচতে লাগতে।
ছায়া দূরত্বের পরিধি নিয়ে কত-না চোখাচোখি হতো
নজর ফেরাতে, আড়ালে গিয়ে কাজল চোখে মাখতে।

এদিকে আমার করুণ দশা, বেচা-কেনা নেই মোটে
তোমার আছে কত শখের চুড়ি, শাড়িতে নীল পাড়।
দুঃখ কিনতে ক'জনই-বা আসে পানির ধরে দিলে,
তোমার সুখে তো দাও না তুমি এক আনারও ছাড়!

চড়া দামে দিব্যি হাকাও, গোলাপি ঠোঁট বাঁকাও লাজে
দেখলে না আমার ক্যাশের বাক্স বুকের বামে ফাঁকা!
যুগলবন্দী হলে না পরে, দুইয়ে দিতাম মুদির দোকান
আর কত বলো লোকসান গুনি এভাবে একা একা?

লভ্যাংশ নিয়ে তুমিই ভেবো, সামলিও কোষাগার
আমি নাহয় ফরমায়েশের হলাম একান্ত সহযোগি।
শুধু আধিকারিক হয়ে আমাকে তোমার করে নাও
ঠিকই ছুটবো পেছন পেছন যেমন ছুটে রেলের বগি।

মনের দোকানি হও গো কথা ফুরানোর আগেই
নইলে আমি সব গুটিয়ে সাটারে ঝুলাবো তালা।
তিল-ও থাকবে না তাল-ও থাকবে না দেখে নিও
নিলামে নিলে হকারি করো নীরবে দাঁড়িয়ে একেলা।

কলমেঃ কাবলিওয়ালা
© www.bangla-kobita.com/Kabuliwalah