মতির মালা _____//

মায়া জড়ানি সে মতির মালা-
দিছিলাম সম্পর্ক তার নাম।
ছিঁড়া গেলা সে শখের মালাও
আমি ছড়ানি মতি কুড়াইলাম।

কত-না ছিলো চাকচিক্য মতির
ছিলো তোমার আর্জির প্রতিফলন!
দানায় দানায় বাড়ছে দূরত্ব বেশ
গায়েও পড়ছে ধূলার আস্তরণ।

তবু যেন অযত্নের দায়সারা ভাব
জাগেনা তোমার অনুভবে খেসারত।
অমিলে এসেই হলো মিলন যখন
দরপতনও দেখবে জীবনের সম্পদ।

চিন্তার মননে জাগরণের জোয়ার
কপালের ভাঁজে বিরক্তি লুকায়।
সেদিন আমারে যদি মনেই পড়ে
ভাইবো না দিছি দুঃস্বপ্নের দায়।

আঁধারির জীবন আঁধারে বিলীন
আমি পাই নাই দেখা জ্যোৎস্নার।
সমস্ত গ্লানির একা আমিই কারণ
তুমি পবিত্রা আজও 'তিলু' সত্তার।

মায়ার বদলে যদি স্বার্থের সুঁতায়
আমি গাঁথতাম শত মতির মালা!
আমার তুমি শুধু আমার হইতা
থাকতো না একাকিত্মের জ্বালা।

___কাবলিওয়ালা