কি ভাবছো, অনাগত দিনে-
তেষ্টায় চোখ রেখে দূরবীনে,
চাইলেই বুঝি পাওয়া যায় অতীতের সুখ?
নিয়ে আবেগাপ্লুত বিবেক
যেন অধিকার ঘুচেছিলে এক,
তাই ভ্রান্তিতে পড়ে মনের বিশাল অসুখ!
এক জীবনের যত দায়
যখন আর মেটানো না যায়,
ফিরে আসার পথও বন্ধ করে সংসারের রীতি।
থেকে কার বাহুডোরে
পরে কোন বেনামি অধিকারে,
আশ্রয় চেয়ে নিশাচর হলে ভুলে রাত্রির ভীতি।
ছিলে বেলিফুল নিশ্চুপে
আজি যেন ক্যামেলিয়া রূপে,
স্পষ্ট নারীত্বের বিকাশ তোমার শরীরী ভাষায়।
আমিও ফুরিয়েছি আয়ু
ঘ্রাণে মাতে না রোজের বায়ু,
আলোও জ্বলে না তার যেই নক্ষত্র মরে যায়!!
আমিও মরে গেছি...... হ্যাঁ মরে গেছি।
কলমেঃ রনি পারভেজ (কাবলিওয়ালা)
১১-১১-২০২৪ (দুপুরে)