জনশূন্য প্রান্তে দাঁড়িয়ে এক নিষ্প্রাণ পাথর,
কত বসন্তের বাতাস তার গা ঘেষে গেছে।
সে কতো-না অবক্ষয়ের সাক্ষী নিরবে
রুক্ষতায় কখনো গোলাপের সুভাস পায়নি যে।
তুমি একদিন সময় করে এসো,
দু'টো কলমির ডাল গেঁথে দিও উল্টো দিকে।
শুষ্ক মাটিও নাকি করুণার রস নিংড়ে দেয়
বুকে ধারণ করি তাই কলমি ফুলের প্রতিক্ষাকে।
যত্নশীল হাতের পরিচর্যা নাহোক,
জঙ্গলার বেড়ে উঠতে ঐ অযন্তই পুঁজি।
কবরের ভেতর থেকে তো ডাকতে পারি না
ভয়াল আঁধার জড়িয়ে ফুলেল বসন্ত খুঁজি।
কতদিন তারা-জ্বলা সন্ধ্যা দেখিনা-
চাঁদের উঁকিতে আলোর বিচ্ছুরণ কত যদি জানতাম!
গত বলেই অত দায় নেই মনে রাখার
পাথরের ফলকে খোঁদাই আছে যার নাম।
কলমেঃ রনি পারভেজ (JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০৬-০২-২০২৪ (সকালে)