ক্ষণস্থায়ী__
পর্যাপ্ত হতে না পারার গ্লানি আছে
আছে প্রচণ্ড রকমের অভাব বোধ,
বুকে চেপে ধরার সাহস জন্মান্তরে
তাতেই ভেবে নিচ্ছ বুঝি প্রতিশোধ?
আকাশ হতে চাইলাম সুবিশাল এক
তুমি ভেবে বানালে পাখির খাঁচা হাঁহ্,
বন্দী রাখবো না হয়ে অস্বস্তির কারণ
উড়ে যাও যেখানে খুশি থামাবো নাহ।
ক্লান্ত পরিশ্রান্ত হলে পরে বিশ্রাম নিও
বটের ছায়ায় আশ্রয় নিও পরিশেষে,
আমার আমি বিদীর্ণ আজ পরিত্যক্ত
নীল হারিয়েছ কুয়াশাকে ভালোবেসে।
__কাবলিওয়ালা (০১-০১-২০২৫)