তার চোখে যেন দেখলাম
আমার প্রতিচ্ছবি হাসছে।
সে সামনে থাকা সত্ত্বেও
কেনো দূরে দূরে যাচ্ছে?
কেনো হাত বাড়ালে হাওয়া
সোহাগে পাইনা পরশ রত্তি?
আমি কেমনে শুধাই তারে
আমার মন বোঝেনা সত্যি!
যদি একটাবারো ভাবতো
হারালে চিন্তা জুড়ে সংশয়,
তবে কাজল চোখে রাখতো
প্রাণ বাঁচিয়ে রাখার সঞ্চয়।
আমি শাসক হতে তো চাইনা
চাইনা কোনো শাসন করতে,
শুধু জয় করে নেয়ার তেষ্টায়
চাই অনুমতি জড়িয়ে ধরতে।
দুনিয়া জানুক "আমার আত্মা"
চিৎকার মিশুক মেঘের ডানায়,
আমি বজ্রকণ্ঠেই ঘোষণা দিব
খুব মিলেছে, আত্মার আত্মায়!
ঢেকেছে সাতসকালের রোদ্দুর
মেঘেরা প্রলয়ের সুরে হানছে,
খুব ছোট্ট পরিসরের ঝাপটায়
ঘুড়িকে এদিক ওদিক টানছে।
বুঝি সে আমার হতে চায় না-
গুটাচ্ছে কই নাটাই-এর সুঁতো?
যেন বাঁধন ছিঁড়লে পায় নিস্তার
আনাড়ি বাবুইয়ের খড়কুটো!
চায় পেখম তুলা ময়ুরের সন্ধান
বাবুই পাখির যত্নটা লাগবে না,
অপরিচিত মনে ভুলিয়ে গোটাই
জাগ্রত চোখের ঘুম ভাঙ্গবে না।
আমি তবু সংশয়ে বাঁচি নিরন্তর
এই বুঝি ডাকলো কিন্নরী আবার,
আগলে ধরতে বুক পেতে দিই
কাজল ধুয়ে যাক চাই না আর।

কলমেঃ রনি পারভেজ [কাবলিওয়ালা]
১৫-০৬-২০২৪