তুমি আমার বুকের গহীন জুড়েই থাকো
থাকো চোখের পাতায় বসে মান-অভিমানে।
কত উদ্বেগে রাত কাটাই দুঃস্বপ্নের মতন
ওসব, আমার একলা জীবন মুহূর্তরা জানে।
এত কাছে থেকেও তুমি আর্তনাদ শোনো না
বুঝতে দিইনা হাহাকার বুকের নিদারুণ কত!
তুমি যে পরম উচ্ছাস আমার অলিক মায়ায়
দিয়ে কষ্টের ভাগ কি করে করি ক্ষতবিক্ষত?
আমার একলা জীবন মুহূর্তরা জানে সবই
জানে কোলাহল জানে নিস্তব্ধতার কষাঘাত।
তুমি আলো হয়ে এসে উজালা করলে করো
তবে জানি এই আঁধার ঘুচাবে না অকস্মাৎ!
প্রকম্পিত ঠোঁটে নেহাৎ আলপনা আঁকতেই
চাই কপোলের ক্যানভাস সোহাগী বিরক্তির!
তুমি কয়েক কিল-ঘুষি দিলে চুড়ির ঝুনঝুন
আমি কাঁচ ভাঙ্গা ভেঙ্গে নাহয় হলাম চৌচির।
ভালোবাসতে দিও শুধু
ছোট্ট জীবনে আর কিছুই চাইবো না.......!
সময়কালঃ ২২-১০-২০২৪ (বিকেল বেলা)