চমকিত হই- অধঃপতনে সে গিরিখাত সম;
বিষাণ ঈশানে প্রতিধ্বনি করে শেয়ালের হাঁক!
কর্তন গেল পুচ্ছের শির তব বেলেহাজ মম,
প্রতিবিপ্লবের নামে দেয় দল গোছানোর ডাক!
বিরাম নাই নখের শানে- লাগাতার দাঁত খিঁচে
খুনমাখা ঐ মুখাবয়ব আতঙ্কের জাল বুনে।
উপরিপাতের বড়াই এত যে দেখে নাই নিচে
"বন্ধ আঁখি অপরাধ কি?" করে জিজ্ঞাসা জনে জনে।

ঝরে গেছে প্রাণ ছিঁড়ে নাড়ি'টান, অজ্ঞান জননী,
কান্নায় চোখ," তোর বিনাশ হোক- ডাইনি রাক্ষসী!"
উন্নয়নের ছাঁচ- শাঁকে ঢাকা মাছ গল্পটা জানি
লুটের ধন সরিয়ে এখন পেয়েছ প্রতিবেশী?
দ্রোহের রগে বইছে টগবগে তারুণ্যের স্বাদ
সুরে ভাসে স্লোগান আসে, " ইনকিলাব জিন্দাবাদ..! "

কলমেঃ কাবলিওয়ালা
[ ০৯-০২-২০২৫ ]