এবার-ই প্রথম নয়, আরো বহুবার সামনা করেছি
পরীক্ষিত রণের যোদ্ধা যে আজি পরিশ্রান্ত বড়ো।
বলি আর কত যুদ্ধ লড়তে হবে আমাকে, আর কত
কখন ফিরবো প্রশান্তির নীরে কেউ জানাতে পারো?
এ অন্ধকারের নিস্তব্ধ আর্তনাদ গা সওয়া হয়ে গেছে
একটু কোলাহল এনে দাও গোলযোগপূর্ণ পৃথিবীর,
কেউ মশাল জ্বালাও দ্রুত আমি সীমান্ত দেখতে চাই
চক্রবুহ্যে আটকা পড়ে রীতিমতো হয়ে গেছি অস্থির।
আমাকে কি অবসর দেয়া যায় না বসন্ত উপভোগের,
শিয়রের কাছে বসে গুনগুনানো যায় না ঘুম আনাতে?
এ জীবনের জীবিকায় নাহোক অন্তত স্নিগ্ধ কল্পনায়
যত্ন অধিকারের জেদ ধরা যায় না আমাকে মানাতে?
আকাশের নীল চুরি গেলেও উড়াবো না সাদা পতাকা
আমি সৈনিক, মৃত্যুকে সদা জাগ্রত রাখি বুক পকেটে,
তুমি দু'চোখের পাতায় নেমে আসবে প্রতিক্ষায় থাকি
যত্নের হাতে প্রলেপ লাগাবে আমার ব্যথা ভরা চোটে।
কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০৭-০৩-২০২৪ (রাতে)