মনে কইরো না মনে রাখছি,
আমিও ভুইলা গেছি মুখটা তোমার!
আজিকাল রাইত দিনের হিসাব মিলে না
বন্ধ দরজায় খিল আঁটছি তাই বেশুমার।
নিজের যত্ন তো কোনো কালে নেই নাই
তুমি আইসা সযত্নে ঘাম মুছবা বইলা আঁচলে,
নদীরে দেখাইছিলাম ঘরের পথ বন্ধু খাতিরে
সেই সুযোগে ভাসায়া নিছে সব বানের জলে!
মনে কইরো না মনে রাখছি,
প্রেমের সওদায় আমির আছিলাম কোনোদিন!
তুমি নাই কিছু নাই- নাইয়ের যোগফলে আমি ফতুর;
আকাশটারেও ঝাপসা দেখি, চোখে পড়ি দুরবিন।
কতো যে বিষন্ন লাগে অনিদ্রার রাতে
তোমারে স্পষ্ট করতে চোখের পাতায়,
অধরা স্বপন যেন এক জোনাকের পোকা
যত্নে তারে ছুঁলে পরেও উড়ে চলে যায়।
মনে কইরো না মনে রাখছি,
চাঁদের পিঠে পিঠ লাগায়া দুলাইছিলাম পা।
মলিন গালে মফস্বলে সেই ধূলার পরশ
ঝাঁকড়া চুলে খুব নেচেছে পাঁচটা কাকের ছা।
গড়াগড়ি ঘাসে মিশে মাটির নির্যাস
আর মিশে আছে শরীর তোমার,
বাগানের ফুল ঝরছে দিশাহীন
মালা বুনতে ফুলমতি আসবো না আর!
কলমেঃ রনি পারভেজ (JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ৩১-০১-২০২৪ (সকালে)