বুকের ভেতরে কত প্রজাপতি উড়ে,
অনুভূতির দেয়াল টপকে দেখেনি ফুলের বাগান।
তাই বসন্তের ডামাডোলে খানিকটা বিষণ্ণ থাকি
আমার ফুল কোথায় জানি মুখ করে ম্লান।
অভিযোগ অনুযোগে দেখে সূর্যের কিরণ,
গোনে একেক নিঃসঙ্গ সকাল আনমনে।
দু এক পায়চারিতে বিকেল গড়িয়ে সন্ধ্যা
চাঁদের পিঠে হেলান দিয়ে তারার গল্প শোনে।
আমার উপরে সে বিরক্ত বড়োই
বলে, "বুকের তপ্ত বাতাসে সুগন্ধি নেই কেনো?"
আমি শুধু বুঝাতে পারি না মরুভূমির দশা
সবুজের কতো কমতি যদি সে জানতো!
বালির সমুদ্রে ঝরে না বৃষ্টি সুদীর্ঘকাল
অনুর্বর বলেই যত্নের বিজ মেলে না অঙ্কুর,
এর মানে এই নয় আমি ভালোবাসি না
এর মানে এই নয় ঘৃণা করে রেখেছি দূর।
কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০৭-০২-২০২৪ (দুপুরে)