তুমি একটা দিন আমার হতে মৃত্যুর মতো
প্রাণবন্ত দেহটারে নিষ্প্রাণ করতে অন্তত।
তবু তো প্রাপ্তির স্বীকারোক্তি দিতো স্মৃতি-
মায়াভরা চোখে তোমার বৃষ্টি ঝরেছে অতি।
একান্ত আমার হয়ে যদি ভাসাতে মরুর বুক
অভিমান ভুলে ভালোবাসা ঢালতে সবটুক।
ধূসর ক্রমে সবুজ হতো দিগন্তের সীমানায়
ঘাসের লতা হামাগুড়ি দিয়ে যেত জানলায়।
দৃষ্টি ফেরালেই দেখতে পেতে রঙের মূর্ছনা
নামি বেনামি ফুলে ছেয়েছে বাড়ির আঙিনা।
তুমি একটা দিন আমার হতে মৃত্যুর মতো
জীবনের অংশে সুনিশ্চিত হতো শেষের ক্ষত।
বাস্ একটা দিন!


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২৭-০২-২০২৪ (সকালে)