দুর্গতিনাশিনী___/

তুমি দুর্গতিনাশিনী হলে না আর;
আমি অতলে তলিয়েছি লাগাতার!
কি ভয়ানক আঁধার তার চারপাশ জুড়ে
আলো হারিয়ে নক্ষত্র এক যোজন দূরে!

যে জ্বালানির প্রয়োজন ছিলো দাওনি
কাজলের চোখে নীল দূরবীনে চাওনি।
জানতে না আলো হারানো নক্ষত্রের রূপ?
মহাকাশের বিস্ময় যে সে, থাকে নিশ্চুপ।

তব মিথ্যা, সে নিশ্চুপ নয় স্ব-শরীর-
চালায় ধ্বংস প্রলয়ের দূত ভয়ার্ত গম্ভীর!
গিলে খায় গ্রহানু সাথে মোমের প্রদ্যোত
তুমি ভাবো মনে তাই দেখতে হবে কিম্ভুত।

যদি জ্বালাতে আবার দিতে প্রাণে ফুঁৎকার
প্রলয়ঙ্কারী হতে কভু চাইতো না সে আর।
আমার সীমানাতে এসো না তুমি নন্দিনী
ঝলসানো দু'চোখে আমি কিছুই না চিনি।

যদি আবার কোনোদিন সামনে আসো
চিরায়ত আনমনা হয়ে দিব্যি হাসো।
আমি অগোচরেই তাণ্ডব হবো সুনিশ্চিত
নিয়মের দাসত্বে মায়া হবে না কিঞ্চিৎ!

আমি ত্রাসের রাজত্বে শাসক ব্যতিব্যস্ত
সম্রাটের তাজ মাথায় আকাশগঙ্গা মস্ত।
আমি বিদীর্ণ করে দিব তোমায়
হ্যাঁ বিদীর্ণ করে দিব.......!

কলমেঃ কাবলিওয়ালা  (০৬-০৩-২০২৫)