এ যেন এক দেয়াল দাঁড়িয়ে-
তোমার আমার মাঝে।
তুমি শুনো আর্তনাদ-
আর আমি শুনি আশ্রুর টুপটাপ পতন!
প্রকাণ্ড দেয়ালটার পুরুত্ব-
খুব যে বেশি তাও নয়,
একপাশে বসে আরেক পাশের
হৃদ-কম্পনও শোনা যায়!
এ বুঝি ব্যবচ্ছেদ? বা অন্তরাল কোনো?
দু'টো নিষ্পেষিত প্রাণকে এক হতে দিবে না।
আমি সময়ের স্রষ্টাকে জিজ্ঞেস করেছিলাম,
সাধ্যের বাইরে নাকি চাপাও না কিছু?
এই অদৃশ্য দেয়াল বুঝি নিয়তির নাম?
তাই তো কারোর সাধ্যি হয় না ভাঙ্গার।
ক্ষণিকের জীবনে অনেক বেলা গড়ালো
আত্মার জোড়ায় জমেছে অভিমান,
দু'টো শান্তি খোঁজা মানুষ কি-না,
শেষে বিদ্রোহ করে যুদ্ধা হয়ে যাবে!
বিদ্রোহীর শাস্তি কি?
শাস্তি কি ভালোবাসার অপরাধে?
কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ৩০-০৮-২০২৪ (বিকেলে)