জরুরী ছিলো তাই হয়তো;
কিছুটা আত্মসমর্পণ গিয়ে স্রোতের বিপরীতে।
মনের আকুতি কি আর আর্তচিৎকারের দাবি?
নিভৃতে আপোষ করে লড়তে পারোনি বুকচিতে।

দায়মুক্তির আয়োজনে, 'সব কপালের লিখা.....'
ভাগ্যের বিধাতা যেন চাপিয়েছেন সাধ্যের অতীত!
আমি নাহয় ক্ষণজন্মা, নিষ্ফলা দোয়ার দরখাস্তে,
তুমিও তো দু'হাত তুলে চাইতে পারতে কিঞ্চিৎ।

অনুভব যদি আমায় খোঁজে -
চোখের ভাষারা কেনো তবে দুর্বোধ্য এত?
কোন বলয়ের প্রভাবে দিগ্বিদিক ছুটছি দুজন,
যেন ক্রমে সড়ে যাওয়া গ্রহ-নক্ষত্রদের মতো!

সান্ত্বনা চাই না মুখের- শান্তি চাই
অন্ধের পৃথিবী দেখার মতন আলো হও আমার।
যদি নিয়মের অনিয়মে সব গুটিয়েই নিলে
কখনো পরাজিত হয়ে আশ্রয় চেওনা আর!

যে নক্ষত্র মরে যায় তার আলো নেই
আঁধার! আঁধার! ঘনিয়ে মহাকালের বিস্ময়!
জীবনের সিদ্ধান্তে দৈন্যদশা তো মরণের নাম
মেলানো বড্ড দায় সময়ের ফের অসময়।

কলমেঃ রনি পারভেজ (কাবলিওয়ালা)
সময়কালঃ ২৪-০৭-২০২৪ (দুপুরে)