আমাদের ছোটমণি যায় দ্বারেদ্বারে
ঈদি চাই বলে করে সালাম বারেবারে,
লাল টাকা, নীল টাকা, পাখি টাকা কত
সবই তার মুঠোভরা নোট আছে যত।
নোটে নোট চুমে ঠোঁট বেজায় খুশি সে
"হাজারের নোটে সব দিবে আমাকে?"
শুনে লাল দুটো গাল ভেঙ্গচি কেটেছে
এক দৌঁড়ে মায়ের কোলে চেপে বসেছে।
হাত নাড়ায় রুপোর বালায় দিবে না- না
অঙ্কে কাঁচা তাই ভেবেছ হিসেব বুঝে না?
খানিক পরে হেসে এসে, "নীল টাকা দাও"
"হাজারের নোটটা দিব যদি তুমি চাও-
আগে বলো মুঠোর নোট গেলো কোথায়?"
ফিক করে হেসে বলে মামাবাড়ি যায়।
মনে ভাবি আচ্ছা মেয়ে সেয়ানা বুঝেনি
ঈদে চাই ঈদি তার, সে ছোট সোনামণি।
কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০১-০৪-২০২৪ (সকালে)