চোরাবালির জীবনে আর কিসের প্রত্যাশা;
আয়ু যা অবশিষ্ট তাতেও আছে দৈন্যতা মিশে।
ভবঘুরে হলাম কি-না ভালোবাসার শূন্যতায়
বেঁচে থাকার সাধও জাগেনি কোনো প্রত্যুষে।
আঁধারে জীবন ধুকপুক করে, মিটিমিটি তারা
আরেকটা সকাল ভাবতেই চোখে অশ্রু গড়ায়।
বিরতিহীন এ বিরহের কোনো সমাপ্তি যে নেই-
আলো এসে খিড়কি নাড়ে, বিষাদে জানালায়।
তবুও উঠি, অপারগ যে আমি স্রষ্টার সৃষ্টি হই
ভাবি স্বরূপ বেচে দিয়ে যদি পৃথিবী কেনা যায়!
ওতে শত চাহিদার আলোকসজ্জা নাই থাকুক
মাথা রাখার বালিশ বানাতাম সটান বুকটায়।
মিছে স্বান্তনার অপেক্ষায় থাকে বেলেহাজ মন
কেউ আসবে মুঠোভরা চুড়ির ঝুনঝুন দু'হাতে।
আঁচলে বেঁধে চোখের কাজলে কারাগার করে
যাবজ্জীবন সাজা দিলেও আপত্তি নেই তাতে।
নিজেকে খরচ করতে আমি বেহিসাবি বড়ো
কিন্তু কেউ কিনলো না আর সহজ শর্ত মেনে।
চোরাবালির জীবনে তাই আর কিসের প্রত্যাশা-
মৃত্যুর দূত আসবেই একদিন হাত ধরতে টেনে।
আঁকড়ে যদি বাঁচাই না হলো মরে যাওয়া ভালো
স্বার্থান্বেষীর প্রতিযোগিতা হলে দর্শকও হব না।
কার শিরোপা কে জিতেছে- কে হারালো মূলধন
আমি শুধু আপোষহীন হয়েই কারোর হলাম না।


কলমেঃ রনি পারভেজ (কাবলিওয়ালা)


০৭-১১-২০২৪ (রাত এগারোটা)