বদ্দোয়া ___/

বদ্দোয়া করি সুখী হও প্রিয়,
সুখ ছড়াও প্রদ্যোত মতোন হেসে একফালি চাঁদ।
আমার বাসরের সজ্জা তাতো মেঘের কোলে,
গুড়ুম গুড়ুম ঘর্ষণে দ্যাখো চমকায় বিদ্যুৎ অকস্মাৎ।
ও দু'টো চোখ কেনো যে ডায়নামাইট হলো-
পাথুরে হৃদয়ে চূর্ণবিচূর্ণ হলো মঙ্গলের লাল মাটি।
ঘোমটা তুলে দেখিনি চিরায়ত আফসোস,
আমে দুধের মিলনে একা একাই থেকেছি আঁটি।
বদ্দোয়া করি প্রিয় আজ বদ্দোয়া করি,
আমার দোয়া যে ফলেনি কাল বৈশাখের রাতে।
সেদিন যদি ঝরে যেতাম হতো মুকুলেই বিনাশ
আজকের এই যাতনা সয়ে হতো না কাতরাতে।
এ মহা বিশ্বের শেষ দেয়ালে প্রতিধ্বনি তুলি
আমার প্রেমে খাঁদ ছিলো না, ওগো তিলোত্তমা।
বিধির বিধানে আমি বিদ্রোহী নই, পুড়েছে কপাল
শাড়ির পাড়ে আগুন জ্বালানোর আমি কেউ না।
আমি নিজেকে জ্বালাই, নিজেকে পোড়াই
তবুও এতোটুকু হলো না আলোর বিচ্ছুরণ!
খুব আদরে আরেক বাহুডোরেই বিলীন হইও
আমার গল্পে তুমি অশরীরী জানবো আমরণ।


কলমেঃ কাবলিওয়ালা (৩১-০৩-২০২৫ সকালে ঈদের জামাত শেষ করে)