আজ বড্ডই মনে পরছে তোমাকে-
হাল অবস্থা জানাবে, প্রশ্ন করবো কাকে?
কেউ নেই কোথাও- জনশূন্য প্রান্তে একা দাঁড়িয়ে।
বাধ্য হয়ে শেষে আসমানীরে সুধাই,
কেমন আছে সে; আমি জানতে চাই-
অবচেতন মনের বৃথা সান্ত্বনার নিষ্ফলা অনুনয়ে!
গাঢ় হতে থাকে আকাশের নীল,
গড়েছি প্রাসাদ যত্ন করে তিলতিল,
সেই প্রাসাদে প্রেমের দুর্ভিক্ষ প্রকট তার শূন্যতায়।
কিছু কালো মেঘ উড়ে আসুক,
বিজলি জড়াতে পেতে রেখেছি বুক,
মুক্তির বার্তা পৌঁছাবে ঝড়ো বাতাস তার জানালয়।
যদি ফেরায় কাজলের দৃষ্টি-
অসময়ে কেনো আষাঢ় বৃষ্টি!
নিশ্চিত তার অভিমান জিতে গেছে এই ভেবে নিক।
বিজেতার লেখা ইতিহাসে,
দায় নেই হারাতে ভালোবেসে,
উপসংহারে প্রেমিক না লিখে, সে যেন লিখে দাম্ভিক।
কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২৮-০৩-২০২৪ (সকালে)