আড়াল____//
আড়ালে থাকার ইচ্ছে যখন আড়ালেই থাকো
আমি কী আর অত নিষ্ঠুর- বুক চিরি ঝিনুকের?
তুমি জ্যোতির্ময়ী মুক্তোর দানা বেশ মুক্তই থাকো
শখের নারী যে তাই সম্মান করি সমস্ত ইচ্ছের।
যতদিন ইচ্ছে লুকিয়েই থাকো, ভাঙ্গাবো না ঘুম
কোলের বালিশ এক আস্ত মানুষ দাঁড়িয়ে আছি।
জড়িয়ে নিলে নিও নয়তো ঠেলে দিও অধিকারে
চোখ দু'টো বুজেও স্বরণে রেখ থাকি কাছাকাছি।
ঐযে কিছু বিক্ষিপ্ত অভিমান চারদেয়ালে বন্দি
টিকটিক করে ওঠে টিকটিকিও খানিকটা বাদে।
আমি সুষমার মুখের চুল সরানোয় ভীষণ আগ্রহী
হাত বাড়িয়ে ফেরত আনি, কী হবে ঘুম বরবাদে?
তুমি আতিশয্যে অনিন্দ্যই হও ভেতরে ভেতর
আমার অবাক চোখের অমৃত স্বাদ সাধ্বী মুখটাই।
বয়েসের ভারে নেতিয়ে জীবন কঙ্কালসার হলেও
তোমারই আছি প্রাণের সখা তোমারই পুরোটাই।
কলমেঃ কাবলিওয়ালা ( ০৯-০৪-২০২৫ দুপুরে)
www.bangla-kobita.com/Kabuliwalah