আমি মুসলমান ___/

আমি বিষোদগার করি নাই সত্যি;
ধৈর্য্যের নামে অপেক্ষা করছি অমোঘ ফয়সালার।
মৃতের মিছিলে জীবনের আহাজারি ভাসে
আমি তবু চুপ থাকছি দাঁড়ায়ে নির্বিকার।

এক নপুংসক ক্লীব জাতির প্রতিনিধিত্ব করি
ভুলছি "উম্মাতি" বলে কাঁদে কেউ অনর্গল মায়ায়।
জঠরের ধন লুটালো যার ফ্যাকাসে মুখে
ভাই বলেও দাঁড়াই নাই তব তারে রাখতে ছায়ায়!

"ফিলিস্তিন আমার!" বিড়ালের হুংকার শুধু
আত্মজার ইজ্জত বেচছি আকাশ ধরার নামে।
ঈমানের মান সে-ও টাট্টু ঘোড়া কাঠের পুতুল
টাকার গন্ধে বিভোর মতোন নাম লিখালাম বামে!

আমি নির্লিপ্ত নির্লজ্জ চোখে পড়েছে ছানি
দেখেও দেখিনা সফেদ আড়াল ভিজে উঠছে লালে।
কত অশ্রু টলটল তবু বিতৃষ্ণা নাই নিঃস্ব মরুভূমি
বারুদে পুড়ে সেজদার জমিন টেরও পায় না কপালে।

আহা কিবলা আমার!
কত পরাক্রমের সোনার রেণু ছাপায়ে আছে অতীত।
দায়সারা গোছে পা চুমিলাম লেবাস ধারি মুসলমান
আমিই মুসলমান আমই নাড়াই বিশ্ব শাসনের ভিত!

কলমেঃ কাবলিওয়ালা