তুমি প্রেম-বিরহ গুণে ফুলের পাপড়ি ঝরালে
তোমার চারপাশে ফুলেল সুভাসের আধিপত্য!
কত-শত রঙিন ফুল আছে বাগানের কলি রূপে
ওসব আর কারোর না ফুটলেই তোমার সমস্ত।
তুমি বসন্তের বাসন্তী হতে সেজেগুজে ঘোমটায়
লাল আলতায় রাঙালে পা, চোখে কালির পরত।
খানিক পরপরেই আগ্রহে দ্যাখো দুয়ারের দিক
ধৈর্যের বাঁধ ভেঙ্গে যেনো ডুবছে পাহাড়-পর্বত!
ওদিকে চলে ট্রয়ের ধ্বংসস্তূপে বারুদমাখা চুম্বন
পোড়া গন্ধে বিদীর্ণ হয়েছে গোটা আকাশের নীল,
লাশের ভীড়ে রাইফেল কাঁধে বিপ্লবী শুয়ে আছে
ধূলোর প্রলেপে মুখ থুবড়েছে কোন বসন্তের মিল?
আড়ম্বর জীবনে ফুলের বাগানের মালি হতে নয়
স্বাধীনতার সমরে প্রথম সারিতে পেতে দিয়েছি বুক।
এ অপেক্ষা ফুরানোর নয়, দাঁড়াবে না কেউ দুয়ারে
ক্ষমা করো, আর দেখা হলো না সোহাগ স্পর্শে মুখ।
কলমেঃ রনি পারভেজ (JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১৩-০২-২০২৪ (বিকেলে)