আদিম মানুষ____

তবু যদি একটু তাকাতে-
ফিকে হয়ে যাওয়া রঙের আদিম মানুষের প্রতি,
দ্যাখো আমি আধুনিক হতে পারিনি সময়ের সাথে
তবু তোমাকে ভাবতেই আজও বেকাবু হয়ে যাই।

চিরন্তনী মনোযোগ তুমি আমার;
মুখে চেয়েই অভিযোগ পড়ে নিই- ভিতরে ঘূর্ণিঝড়।
সাধ্যি নেই সজোড়ে উপড়ে ফেলবো ভাগ্যের প্রাচীর
মাটির শরীরের অত দাপট দেখানোরই-বা কি আছে?

বেশ তুমি দিব্যি থেকো-
প্রকম্পিত ঠোঁটের অস্পষ্ট উচ্চারণে রেখো না আর।
আমি লুণ্ঠন করে নিতে আসবো না পুরুষত্বের নামে
ভালোবাসার অনুভব থেকেই মুক্তি দিলাম না-হয়।

মুক্ত পাখির গোটা আকাশ;
নীলের পুঞ্জীভূত অহমিকায় তুমি জাপ্টে নিও তারে।
সাদা-কালোর ভীড়ে রঙিন পোশাকের বেশভূষায়
তোমাকে বধু সাজে দেখাও মৃত্যু বই কিছু নয়তো।

- কাবলিওয়ালা (২০-১২-২০২৪ সন্ধ্যায়)