কল্পনায় কিছু বিজ বুনেছি
বুক চিরে একদিন বেরিয়ে আসবে শাখাপ্রশাখা,
নীল পাতাগুলো ক্ষিপ্রতায় আকাশ ছুঁতে চাইলে-
বড়ো এক ডাল দেখে দোলনা পাতবো, কি বলো?
তুমি শুধু একবেলা করে দোল খেতে এসো;
স্নিগ্ধ সুষমায় হাতের তালু ঠেকিও গাছের বাকলে।
তোমার ঐ অতটুকু স্পর্শে কি যে শীতলতা,
হিম করে তোলে জীবনের ছন্দপতন!
তুমি আমার জীবন-ই হও-
ক'দিন আর বাঁচবো?
কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১৯-০২-২০২৪ (বিকেলে)