এই সুন্দর রূপ সুন্দর শাড়ি
সেজেছি আজ আমি অসামান্য
তুমি সুন্দর না বললে আমায় প্ৰিয়
থেকে যাই কিছুটা আমি অপূর্ণ।।
তুমি সুন্দর তুমি সুন্দর
বলছে আমার মন বাহির ভেতর।।

এই রঙিন চুড়ি ছমছম নূপুরের মাতাল ধ্বনি
মন ভাল করা কাজল চোখে মাশকারা চূর্ণ
তুমি সুন্দর না বললে আমায় প্ৰিয়
থেকে যাই কিছুটা আমি অপূর্ণ।।
তুমি সুন্দর তুমি সুন্দর
বলছে আমার মন বাহির ভেতর।।

তোমার একটু ছোঁয়ায় দেহে লাগে কি যে শিহরণ
জেগে উঠে ভিতর আমার বাহিরে নারীর আচরণ
লাজের কারন তুমি মুখে বলা বারণ
নিঃশাসে দমেদমে তোমায় আমার প্রয়োজন
এই সাজ সুন্দর সবই তোমাকে দেখানোর জন্য
তুমি সুন্দর না বললে আমায় প্ৰিয়
থেকে যাই কিছুটা আমি অপূর্ণ।।
তুমি সুন্দর তুমি সুন্দর
বলছে আমার মন বাহির ভেতর।।