হৃদয়টা বন্দক রাখবো কেউ কি নেবে ধার ?
টাকা পয়সা স্বর্ণ নয়,সামান্য কিছু শিউলি বকুল ফুল দরকার।
আমাদের উঠোনে ছিল কাঠগোলাপ, কৃষ্ণচূড়া
ঘরে হাওয়া ঢুকেনি নিয়মিত তাই ভেঙে গেছে দুটো পাঁজরের ডাল।
তোমাকেও দেখি না কত কাল
যদি হৃদয়ে পরে ধুলোবালি, হয়ে যায় কঙ্কাল!
যদি পরকীয়া, অন্য নারীতে আসক্ত হয়। তোমার অবহেলায় হাতে তুলে নেয় মদের গ্লাস, সিগেরেট।
যদি না খেয়ে পরে থাকে ঘরের কোনে
দিনরাত, করে যায় উপাস। এত ঝামেলা আমি পোহাতে পারবো না
তাই ভাবছি রেখে দিই কারো কাছে বন্দক। সযত্নে থাকবে কিছুদিন কারো বুকের সিন্দুকে। তোমার যেনো তাতে হিংসা না হয়, অন্য নারীর চুল কেন ভাতে?
তুমি ঘরে আসলে না হয় উঠিয়ে নেবো। একা ঘরে হৃদয় রাখা নয় নিরাপদ। যদি প্রতিবেশি রমণীগণ হৃদয় খুলে দেখে নেয় তোমার আলাপন। আমাদের ঝগড়া ঝাটি, মান অভিমান, অন্তরঙ্গ মুহূর্তের কবিতা ছন্দ মাতলামি,
ভালোবাসার নিথুয়া পাথার
তুমি এসে সহ্য করবে তা! পারবে না।
তাই চলে আসো তাড়াতাড়ি
হৃদয়ে চালাতে তরবারি
সাদা কালো দাড়ি চুল যেমনই হই
তুমি ছাড়া আমি কোথাও নিরাপদ নই।