তুমি আমার হৃদয়ের শ্রেষ্ট স্থপতি
ভালোবেসে করেছো নির্মাণ
হৃদয় বাগানে ফুটেছে হাজার ফুল
তুমি কি পাও তার ঘ্রাণ
পঞ্চভূতিক দেহে দিয়েছো জলাঞ্জলি
কোমল মনের কুসুম জানে
শুদ্ধ প্রেমের ব্যাকুল খানি
আমার দেহ মন দুই আজি
তোমার অবদান।

ফুলের মধুরসে ফাগুনে ভ্রমর মাতাল
তোমার পরশে রঙিন আমার মনের সকাল
পাথর চোখে ঘুম আসে না কেন
জ্বলছে কি প্রেমে নতুন সৃজন
তুমি আগের মতই দুচোখে ভরে
এঁকেছো কাজলে নয়ন
তুমি আমার হৃদয়ের শ্রেষ্ট স্থপতি
ভালোবেসে করেছো নির্মাণ
হৃদয় বাগানে ফুটেছে হাজার ফুল
তুমি কি পাও তার ঘ্রাণ


কবিতা :তুমি আমার হৃদয়ের শ্রেষ্ট স্থপতি
লেখক : অপূর্ব দাস