আনন্দে মাতিল ধরা আইলো সখী আইলো তোরা
আনন্দে মাতিল ধরা
নেচে যা মায়ের সাথে
নেচে যা মায়ের সাথে দেখ মা কেমনে নাচে
শ্যামা আসিলো ঘরে ঢাক ঢোল বাজা সকলে।
শ্যামা আসিলো ঘরে ঢাক ঢোল বাজা সকলে।

কালী নাচে কালকে নিয়ে মহাদেব পদতলে
কালী নাচে কালকে নিয়ে
স্বরব্যঞ্জন মুন্ড গলে,স্বরব্যঞ্জন মুন্ড গলে
এই তত্ত্ব কয়জন বলে
শ্যামা আসিলো ঘরে ঢাক ঢোল বাজা সকলে।
শ্যামা আসিলো ঘরে ঢাক ঢোল বাজা সকলে।


ভাবার যে ভাবুক মাকে
রূদ্র শিবের পত্নী লোকে
ভাবার যে ভাবুক মাকে
সহজ বুঝি মা তোকে
সহজ বুঝি মা তোকে
নরম নারী মূর্তি দেখে
শ্যামা আসিলো ঘরে ঢাক ঢোল বাজা সকলে।
শ্যামা আসিলো ঘরে ঢাক ঢোল বাজা সকলে।

এলোকেশী উলঙ্গ তোকে যাক মা শ্যামা বলে লোকে  
এলোকেশী উলঙ্গ তোকে
ত্রিনয়নী মা যে তুমি
ত্রিনয়নী মা যে তুমি চণ্ডী দুর্গা কালী রূপে
শ্যামা আসিলো ঘরে ঢাক ঢোল বাজা সকলে।
শ্যামা আসিলো ঘরে ঢাক ঢোল বাজা সকলে।