তোমারে তর্জমা করে পাইছি
মধ্যযুগীয় খোদাই করা মূর্তি
না আছে দুঃখ শোক মাতমের গন্ধ
না আছে সুরভিত শরীরের ঘ্রাণ
অন্তরে অন্তরে শুধু পৌষ অগ্রহায়ণ
বাড়ন্ত বুকে শস্যদানা,বোবা প্রাণ।

তোমারে তর্জমা করে পাইছি
ধানের মিষ্টি ঘ্রাণ
না আছে কাদা বালু মাটির টুকরা
না আছে ঠোঁটে রোদ আলোর ছিটেফোঁটা
পায়ে পায়ে শুধু নৃত্য, নর্তকীর নান্দনিকতা
অক্ষর কেটে কেটে পাথরে লিখেছি কিছু প্রাচীন কবিতা।

তোমারে তর্জমা করে পাইছি
যুদ্ধে বিধ্বস্ত ঠান্ডা শহর
না আছে নাগরিক সুবিধা
না আছে পুতুলের খাট
না আছে খাদ্যের নিশ্চয়তা
না আছে বাদ্যগীত পাঠ
পথে পথে শুধু বোমা বারুদ রাইফেল গুলি
শিশু কিশোর যুবক বৃদ্ধ মানুষের খুলি।

তোমারে তর্জমা করে পাইছি
বাবুই পাখির বাসা
ভালোবাসা আছে ঘর আছে মায়া মমতা আছে
জন্ম আছে মৃত্যু আছে সহবাস আলিঙ্গন আছে
জল আছে জোছনা আছে সাগর সূর্য ঢেউ আছে
বৃদ্ধ বয়সে বসে থাকার মানুষ আছে
তোমাকে আর তর্জমা করতে চাই না
তুমি আমার বুকেই ঘুমাও অনন্তকাল।