তোমার উড়ন্ত চুম্বন ঠান্ডায় কাঁপছিল
আমি স্পর্শ করলাম
রোদের মত সে আমার ঠোঁটে মিশে গেল
কি ক্ষণজন্মা সে!
তোমার চোখে মরুভূমির শুস্কতা
খুঁজছিলো বঙ্গোপসাগর
আমি চোখে স্পর্শ করতেই
বৃষ্টিতে ভিজে গেল হৃদয় শহর
কি অসহায় সে!
তোমার স্বপ্নগুলো হাঁটছিলো
মানুষের পাশে
আমি এসে দুহাত ধরতেই
ফুলের গন্ধে জেগে উঠলো ভোর
সে কি সরলতা!
তোমার ভালোবাসা কাঁদছিলো রোদে
সে কি প্রচন্ড ওম
আমি সূর্যের নাভিতে রেখেছি একটি
গাছের চুম্বন
শীতলতায় নিভে গেল হাজারটা বন
কি ক্ষণজন্মা সে!
তোমার মনে উঠেছিল জলোচ্ছাসি অভিমান
আমি হৃদয় খুঁড়ে পাইনি কোথাও পাথরের ভগবান
তিনভাগ তাতে জল, একভাগ স্থল।
কবিতা :তোমার উড়ন্ত চুম্বন ঠান্ডায় কাঁপছিল
লেখক : অপূর্ব দাস