স্বপ্নেতে স্বাদ নেই আর
নেই নতুন স্বপ্নের আবাদ
তুমি হৃদয়ের সবটুকুতেই করছো বিস্তার
নির্জনে ডুবে যায় যেমন অস্তচাঁদ
নিয়ে নুনা জলে প্রেমের আস্বাদ।
বুকের ভেতরে বুদবুদ
হৃদয়ে নরম নির্জনতা
তোমার কথা মনে উঠে প্রভূত
বেদনা বারুদে ঠাসা।
বুকের বাঁ দিকে গাছেদের মত
নারীরা বাঁচে
হৃদয়ের সবটুকু প্রেমে তুমিময়
কি সুন্দর ছোঁয়াচে!
ভালোবাসি ভীষণ তোমায়
মনে রেখো একথাই চিরদিন ঠিক
তোমার হৃদয়ে সুস্থ রেখো আমায়
বেদনার চেয়ে অধিক।