তুমি দেখতে ভালা নয়তো কালা সর্ব অঙ্গে মধুবালা
তোমার ভিতর বাহির মাইপ্পা দেখি সবই আলাদা গো
সবই আলাদা।
দেখলে তোমার রূপের বাহার প্রাণ উইড়া যায় ঐ পাখিটার
কথার ভাঁজে মধু মাখা অন্তর ভরা হিংসা যার
দেখলে তোমায় কেউ বলবে না তুমি বিষের পান পেয়ালা।
আমি বুঝলাম অনেক পরে আঘাত পেয়ে এই না বুকে
প্রেমের ফুল ফুটিলো যখন তুমি ছুটলা অন্য দিকে
সুন্দর তুমি দেহ গতরে মনের উঠোন ভালা না।
ভাঙা ভাঙা চাঁদের টুকরা ভাবছিলাম চাঁদ তুমি একটা
পাহাড় কিন্না রাখছি বুকে আলো খাইবো দুইজন বইসা
সূর্য ডুবে গেলো বেলা রাত্রি পসর আর হলো না।