তোমার জন্য বাজাই বিন
চোখের ভেতর রঙিন দূরবীন
টেলিফোনে ডায়াল টোন
ক্রিং ক্রিং বাজে ফোন।
নাকছাবি রাগ দেখালি
লাল ঠোঁটে পান সুপারি
কলাপাতার সবুজরং
তোর শাড়িতেই মানায় ভারি।
কাজল চোখে মরণ হাসি
দুল খায় বুকে চুলের বেনী
সাপে জলে জলকেলি, যেমন ছিল
আমাদের সাদাকালা প্রেমের ছবি।
আজ হয়েছে অতীত সব
বন্ধুর টেলিফোন ডায়াল কোড
পালকি হারিকেন মাঞ্জাসুতো
আমার চোখে তোমার লাজুক পলক।
সাঁতরে খুঁজে আমার জোতিষ মন
একশো বছরের পুরনো সন
বদলায়নি আজও তোমার মুখে
ভালোবাসি বলা আলাপি ঢং।
ক্রিং ক্রিং হ্যালো, হ্যালো
কেমন আছো বল?
এ কথাটা শোনার জন্য বয়স তোমার
আজও ষোলো!
হাসলে তুমি ছবিতাতে
চৈত্র ফাগুনের একটু মাঝে
আবোল তাবোল ভাবছি আমি কি?
স্বপ্ন দেখছি টেলিফোনে
তোমার আমার প্রেম কাহিনী।