আমি সুখ পাইনা কোথাও
সুখ আমারে খুঁজুক
আমার উষ্ঠ অধর ছুঁয়ে থাকুক মেয়েটির চিবুক।
শহরে এসেছে কিছু লোক ফেরি করছে সুখ
সুখ দিয়ে কিনে নিচ্ছে হিংসা ঘৃণা দুখ।
ঘরের রমণী বেজায় খুশি শোনে আজব ফেরিওয়ালা
টাকা স্বর্ণ নয় চায় সত্য কথা বলা।
যে বলে সত্য সব সে বেশি সুখি
ভালো হয় অসৎ লোক করে যে দুর্নীতি।
মান্যতা পেলো সবে ফেরিওয়ালার ব্যবসায়িক সকাকারী পলিসি
গৃহিনী চাকরিজীবী মন্ত্রী এমপি আমজনতা গরীব দুখি।
ধর্ষণ খুন সুদ ঘুষ হিংসা সব গেল উবে
দুখের কান্না কেউ করে না এই শহরে।
মানুষে মানুষে নেই মারামারি
ধর্ম জাতের বাড়াবাড়ি
চুলাচুলি কাড়াকাড়ি ধরাধরি কাটাকাটি জমিজমা নারীপুরুষ ছাড়াছাড়ি।
বুকের বুতাম খুলে দিলে শান্ত হচ্ছে পুরুষ
সারাদিনের কান্না গুসা একনিমিষে বদলে হয় সুখ।
স্বপ্নভুখ ফেরিওয়ালার স্বপ্ন দেখে এই শহরের মানুষ
প্রতিরাতে স্বপ্ন মাপে কেউ মৃত্যুতে খুঁজে দোষ।