তোমায় নিয়ে স্বপ্নে বাঁচি
স্বপ্নে যাচ্ছে জীবনটাই
কত নারীর হাত ধরেছি
তোমার মত কেহ নাই।
হাতের কাছে পুষ্প ছিলো
গন্ধ শুকিনি তার
দেহের ভিতর কামুক নদী
জল চেয়েছে বারবার।
ধরতে গিয়ে রাতের ট্রেন
কত ভোর করেছি পার
অভিমানের নদী ছিলো বুকে
ভীষণ স্রোতে ধার
কেউ পারেনি বাধঁতে আমায়
খোলা দুটি পায়
আমার সর্বনাশের সবটুকু আজ
শুধু তোমার দায়
তৃস্না মিটেছে জলে আমার
স্বপ্নে মিটেনি আজও আশা
স্বপ্নে আমি পুড়ে খাই রাতে
তোমায় নিয়ে বাঁচা।
হৃদয়ের কাছে রক্ত চাইনি
চেয়েছি শুধু তোমায়
রক্তাক্ত হৃদয় ছাড়া তুমি
কি দিয়েছো আমায়
স্রোতে যদি ডুবে নাও
মাঝ দরিয়ার খাদে
মাঝি কি আর খুঁজে প্রেম
দুঃখ বইবার মাঝে
আমিও আর চাইনা প্রেম
তোমার কাছে আর
স্বপ্ন নিয়ে বাঁচবো এখন
সুস্থ থাক তোমার সংসার।
কবিতা : সুস্থ থাক তোমার সংসার
লেখক : অপূর্ব দাস