ভাবছি এবার আকাশটাকে করবো বায়না। আমার বুকে তোমার নাকি একটুও জায়গা হয় না। আকাশ পেয়ে আবার আমাকে হারিয়ে যেও না।
ভাবছি এবার বর্ষায় বৃষ্টিকে করবো বায়না। সারাবছর কেঁদেও নাকি তোমার কান্না হয় না। বৃষ্টি আর বর্ষার উপর তোমার সন্দেহ আজো শেষ হয় না।
ভাবছি এবার পাহাড় আর সমুদ্রকে করবো বায়না। প্রকৃতি আর প্রেম পদ্য আমার মধ্যে নাকি কিছুই তা সয় না। প্রকৃত প্রেমিক রেখে আবার প্রেমিকের সাথে যেও না।
কবিতা : সন্দেহের সাতকাহন
লেখক : অপূর্ব দাস