সকাল আসলো ফুটপাতে
ফুটন্ত চায়ে চোখ
উষ্ণতার খুঁজে গরম উনুনের পাশে ঠান্ডা ঠান্ডা লোক
আমার কেদারা ভেঙে গেছে,
তোমার পড়েছে চোখ
কুয়াশার মুখে কচি হাত
প্যান্টের পকেটে ঝুলছে মাঝরাত
মুখে ধোঁয়া সিগেরেট ফুঁকি রাজপথে,
এই ছেলেগুলো বাঁদর,
পাড়ায় নেই কদর
গলি হতে গলি নানা কথা বলি,
কেন প্রতিরাতে গুনি প্রহর
ঘরের মধ্যে ঘর এ যেন নানান গল্পের শহর
অশ্রুর বড় ফোটায় ভিজে তোমার বুকের পাঁজর
ভালোবাসা ফোটে ফুলের মতো, ঠোঁটে
চুম্বন পাথর
সংসারী হব তোমায় নিয়ে মেয়ে
স্বপ্ন দেখছি ভোর
নষ্ট হতে সময় লাগেনি
কষ্ট পাচ্ছি যতটা তোর
নেশার টাকা হয়না জোগাড়, টোপর পরবো কি
ভালোবাসি তোকে ভালোবাসি
দিনের আলোয় পূর্ণিমা খুঁজি
ঈশ্বর হয়েছিল রাজি, আমার হয়নি সময়
তোকে ছেড়ে হারিয়ে যাবো আজ
একটু হচ্ছে ভয়
সকাল আসলো আমার মুখে
কান্নাকাটির রোল
বলছে সবাই আর দেরি নয়
বল হরি বল হরি বল।
কবিতা : সকাল আসলো আমার মুখে
লেখক : অপূর্ব দাস